আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নি-ক্ষয় মিত্র অভিযানের সূচনা করলেন রাজ্যপাল ঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য শনিবার রাজভবনে নি-ক্ষয় মিত্র ও কমিউনিটি মোবিলাইজেশন নবীবদ্ধকরণ অভিযানের সূচনা করেন। যক্ষায় আক্রান্ত রোগীদের অতিরিক্ত পুষ্টির ব্যবস্থা করা, রোগ নির্ণয় এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করতেই এই অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের সূচনা করে রাজ্যপাল দুইজন রোগীর হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন।


    অনুষ্ঠানে রাজ্যপালের সচিব টি কে চাকমা, এন এইচ এম-এর মিশন ডিরেক্টর শুভাশিস দাস, স্টেট টিবি অফিসার ডাঃ বর্ণালী দাস উপস্থিত ছিলেন।
    নেশন্যাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম ও জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ১৭ই সেপ্টেম্বর ২০২২

    3/related/default