Type Here to Get Search Results !

সাইরাস মিস্ত্রির মৃত্যুস্থল নিয়ে চাঞ্চল্যকর তথ্য ।। চলতি বছরে একই জায়গায় ২৬২টি দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


আহমেদাবাদ থেকে মুম্বই আসার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। সেই দুর্ঘটনার প্রেক্ষিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, আহমেদাবাদ-মুম্বই হাইওয়েতে চলতি বছরে ২৬২টি দুর্ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে অন্তত ৬২জনের। মহারাষ্ট্রের পালঘর এলাকায় গাড়ি দুর্ঘটনার পরিসংখ্যান জানাতে গিয়ে পুলিশের তরফে বলা হয়েছে, চলতি বছরে মোট ২৬২টি দুর্ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে ৬২ জনের। আহত হয়েছেন অন্তত ১৯২ জন। শুধু তাই নয়, পালঘরের যে অঞ্চলে সাইরাসের মৃত্যু হয়, সেখানেও চলতি বছরে দুর্ঘটনার ফলে ২৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ আধিকারিকদের মতে, সঠিকভাবে রাস্তাগুলির দেখভাল করা হয় না বলেই বারবার দুর্ঘটনা ঘটছে। রাস্তার বেহাল দশার পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থাকেও কাঠগড়ায় তুলছে পুলিশ। গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য রাস্তায় স্পিডব্রেকারের ব্যবস্থাও নেই বলে মত পুলিশ আধিকারিকদের। উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাইরাস মিস্ত্রির। অত্যধিক গতির কারণে পালঘরের চারেটি এলাকায় নদীর উপরে একটি সেতুর ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস ও তাঁর এক সঙ্গী জাহাঙ্গির পান্ডোলের। জানা যায়, মাত্র ৯ মিনিটে ২০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছিল সাইরাসের গাড়ি। ঘন্টায় প্রায় ১৩৫ কিলোমিটার গতিতে গাড়িটি চালানো হচ্ছিল। সাইরাসের মৃত্যু হওয়ার পরেই পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলার পরেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। 


আরশিকথা দেশ-বিদেশ


ছবি ও তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট

১৮ই সেপ্টেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.