আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিয়োগের দাবিতে নেট-স্লেট উত্তীর্ণদের ডেপুটেশন ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছেন নেট স্লেট ও পি এইচ ডি ডিগ্রিধারীরা। বুধবার ত্রিপুরা নেট-স্লেট-পি এইচ ডি ফোরামের পক্ষ থেকেও ডেপুটেশন দেওয়া হয় উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে।

    তাদের দাবিগুলির মধ্যে রয়েছে নতুন প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ, খুমুলুঙ, কৈলাশহর, উদয়পুরে পিজি কোর্সের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করাসহ মোট আট দফা দাবি সনদ পেশ করা হয়। ডেপুটেশনের পর তারা ক্ষোভের সঙ্গে জানান নেট-স্লেট উত্তীর্ণ হয়েও এমনকি পি এইচ ডি ডিগ্রী নিয়েও বেকার বসে থাকতে হচ্ছে।
    সরকার নিয়োগ করছে না। তাই অবিলম্বে যেন কলেজগুলিতে সমস্ত শূন্য পদ পূরণ করা হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২১শে সেপ্টেম্বর ২০২২
     

    3/related/default