আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। ছায়া ।। - বাংলাদেশ থেকে সারা ফেরদৌস এর কবিতা

    আরশি কথা

    ।। ছায়া ।।


    এখন আমায় মনেও পড়ে না তোমার

    শীতের মৌসুমে যখন তুমি এলে 

    গায়ে ভেলভেটের শাল জড়িয়ে ঘাসের বুকে শুভ্র শিশিরে হেঁটে বেড়াতাম 

    মাথায় উলেন লাল টুপি পরে।

    তুমি বলতে-- তোর চোখে রাত্রি জাগরণের কালো ছায়া!

    সত্যিই তাই!

    সন্ধ্যা পেরিয়ে রাত আর রাত পেরিয়ে ভোরের আলো ফুটে উঠতো, 

    আমরা কম্বলের নিচে গুটিসুটি মেরে ঘুমোতে যেতাম।

    ঘুম আমাদের আঁকড়ে ধরতো, যেমন তুমি!  

    তারপর এই বর্ষায় আবার তুমি এলে, 

    আমার কালো জুতো কাদায় বাদামি হলো, 

    বৃষ্টির জল ছাতা পেরিয়ে ক্রমশ আমার চোখের তারায় বাস করতে লাগলো। 

    কিন্তু তোমার শুভ্র গাড়িতে আমার জায়গা আর হলো না! 

    সেখানে তখন অন্য মুখ অন্য ছায়া!


    - সারা ফেরদৌস, বাংলাদেশ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৩রা সেপ্টেম্বর ২০২২

     

    3/related/default