Type Here to Get Search Results !

।। একটা মন্ডপের খোঁজে ।। মানস দে, মার্কিন যুক্তরাষ্ট্র

।। একটা মন্ডপের খোঁজে ।।


একটি মন্ডপের খোঁজে মা দুর্গা হাঁটছেন

বাগবাজার থেকে মহম্মদ আলী পার্ক

কুমোরটুলি থেকে একডালিয়া

কোথাও তিনি সোনা দিয়ে মোড়া, কোথাও তাজমহলে

কোথাও বা গগণচুম্বী, কোথাও বা খাজুরাহো থিমে৷

শহরের সব আলো, সব রোশনাই শুধু তাঁর জন্যে

তবুও অধিষ্ঠানের একটি জায়গাও খুঁজে পেলেন না৷ 


একটি মন্ডপের খোঁজে মা দুর্গা হাঁটছেন

দেখলেন শুধু মানুষ আর মানুষ

তাঁকে কেউ লক্ষ্য করেনি সেইভাবে আজ কলকাতার রাজপথে

আর যারা করেছিল, তাদের লক্ষ্য ছিল তাঁর শরীর

হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি

তবুও একটা মন্ডপ পেলেন না৷ 


এবার রাজপথ ছেড়ে একটা গলিপথ ধরলেন

হাঁটতে হাঁটতে এলেন শহরের শেষ প্রান্তে

যেখানে পৃথিবীর সব অন্ধকারেরা একে অপরের গায়ে লেপটে আছে

সেই অন্ধকারের শেষ প্রান্তে দেখলেন এক দল মেয়ে তাঁর পূজো করছে

কোন পৈতাধারী ব্রাহ্মণ নেই

তাদের পূজো কাশফুল বা শরতের সাদা মেঘে ভেসে আসেনি

পূজোর অনুমতি তারা লড়াই করে আদায় করেছে কোর্ট থেকে

তাদের কোন ধর্ম নেই, জাত নেই

শুধু অন্ধকারে একদলা মাংসপিন্ড৷

রাত নামলে যাদের মাংস ছিঁড়ে খেতে আসে কিছু হিংস্র কুকুর শেয়াল

যন্ত্রনাদীর্ণ শরীরে প্রতি রাতে বাঁচিয়ে রাখে তাদের পবিত্র আত্মাকে

শুধু জীবনকে ভালোবেসে

যে বামুন ঠাকুরটা রোজ রাতে এ পাড়ায় আসে

শুধু পূজোর রাতে সে নেই

এ পাড়ায় পূজো করলে নাকি তার জাত যাবে৷ 


এবার ধৈর্য্যের বাঁধ ভাঙল দুর্গার

রণচন্ডি মূর্তিতে মৃন্ময়ীতে অধিষ্ঠিতা হলেন তিনি৷

ওদের প্রত্যেককে সাজালেন কুমারী পুজোর জন্যে

সন্ধি পুজো হলো, অষ্টমী, নবমীও কাটালেন তাদের সঙ্গে

দশমীতে নিজে হাতে সবাইকে সিঁদুর পরালেন

পৃথিবীতে পবিত্রতম বিজয়া নামলো তাদের সারা কপাল আর গাল বেয়ে

সেই সিঁদুরের রক্তিম আভায় আর কপালের লাল টিপে

বড় ম্লান আর ম্রিয়মান মনে হয় যেন পশ্চিমে অস্তমিত সূর্যকেও

মনখারাপি গঙ্গা ধীরে ধীরে মুখ লুকায় অন্ধকারে

কার্নিভালের মিছিল তখন আছড়ে পড়ে পৃথিবীর সব রং, সব আলো শুষে নিয়ে

পৃথিবীতে আবার রাত নামে

দুর থেকে ভেসে আসে 'বলো দুগ্গা মাঈ কি'!


- মানস দে, মার্কিন যুক্তরাষ্ট্র

৩রা অক্টোবর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.