আনুষ্ঠানিকভাবে প্রতিমা নিরঞ্জনের র্যালি হতে চলেছে আগরতলায়। আজ অনুষ্ঠিত হবে "মায়ের গমন ২০২২" অনুষ্ঠান। আগরতলা সিটি সেন্টারের সামনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে সুসজ্জিত ভাবে একের পর এক এগিয়ে যাবেন বটতলা দশমী ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য। আগরতলা পুর নিগমের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান যেন সুন্দর ভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে আগরতলা সিটি সেন্টারের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার । সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা। এবছর প্রতিমা নিরঞ্জনের জন্য বটতলা দশমী ঘাটে যাবতীয় ব্যবস্থা রেখেছে পুরনিগম কর্তৃপক্ষ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৭ই অক্টোবর ২০২২