ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে জাতির উদ্দেশে প্রথম ভাষণের ঘণ্টাখানেকের মধ্যেই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক সারলেন ঋষি সুনাক। আর সেই সঙ্গে লিজ ট্রাসের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীকে ইস্তফা দেওয়ার নির্দেশও দিলেন তিনি। এখনও পর্যন্ত চারজন মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন সুনাক। তাঁদের মধ্যে রয়েছেন বাণিজ্য সচিব জ্যাকব রিস-মগ, ন্যায় সচিব ব্র্যান্ডন লুইস, কর্ম ও অবসর সচিব ক্লোই স্মিথ ও উন্নয়ন মন্ত্রী ভিকি ফোর্ড। এঁদের মধ্যে জ্যাকব রিস-মগ ইতিমধ্যে ইস্তফা পেশও করে দিয়েছেন। উল্লেখ্য,ঋষির সামনে এখন পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ রয়েছে। রেকর্ড মূল্যবৃদ্ধির সমস্যায় পর্যুদস্ত ব্রিটেনের সাধারণ মানুষ। তার সঙ্গে পাল্লা দিয়ে বেশ কিছুদিন ধরেই পড়ে যাচ্ছে পাউন্ডের দামও। ফলে দেশের আর্থিক অবস্থার উন্নতি করতে গেলে কঠোর নীতি অবলম্বন করা ছাড়া উপায় নেই ঋষির সামনে। কিন্তু এহেন পরিস্থিতিতে নতুন করে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপালে জনসমর্থন হারানোর আশঙ্কা থাকবে কনজারভেটিভ পার্টির সামনে। একসঙ্গে এত চ্যালেঞ্জ সামলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তিনি? উত্তরের দিকে তাকিয়ে গোটা দুনিয়া।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্য এবং ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৫শে অক্টোবর ২০২২