Type Here to Get Search Results !

ভারতের নির্বাচন কমিশনের ন্যাশন্যাল মিডিয়া অ্যাওয়ার্ডের আবেদনপত্র আহ্বান

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


২০২২ সালে নির্বাচকদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা সৃষ্টির কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য 'ন্যাশন্যাল মিডিয়া অ্যাওয়ার্ড" দেওয়ার ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। প্রিন্ট, ইলেকট্রনিক (টেলিভিশন), রেডিও ও অনলাইন (ইন্টারনেট/সোশ্যাল মিডিয়া)- এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকবে মানপত্র, ফলক ও নগদ টাকা। সেজন্য মিডিয়া সংস্থাগুলির কাজ থেকে আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। সরকারি নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২ এবং ২৫ জানুয়ারি, ২০২৩-এর জাতীয় ভোটার্স ডে-তে এই পুরস্কার দেওয়া হবে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সময়ে প্রকাশিত সংবাদ / প্রবন্ধের পিডিএফ সফট কপি বা লিংক বা সংবাদ / প্রবন্ধের ফুল সাইজ ফটোকপি জমা দিতে হবে। ইংরেজি বা হিন্দি ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে সংবাদ বা প্রবন্ধের ইংরেজি অনুবাদ জমা দিতে হবে। টেলিভিশনের ক্ষেত্রে সিডি বা ডিভিডি বা পেন ড্রাইভে জমা দিতে হবে। সোশাল মিডিয়ার ক্ষেত্রে দিতে হবে পোস্ট/ব্লগ/ক্যাম্পেইন/টুইট/আর্টিকেল-এর সংখ্যা ইত্যাদির লিংক বা পিডিএফ কপি কিংবা ওয়েব এড্রেস। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হল শ্রী লবকুশ যাদব, আন্ডার সেক্রেটারি (কমিউনিকেশন), ইলেকশন কমিশন অব ইন্ডিয়া, নির্বাচন সদন, অশোকা রোড, নিউ দিল্লি-১১০০০১, ইমেইন: media_division@eci.gov.in ফোন নম্বর: ৩১১-২৩০52033 ।


আরশিকথা দেশ-বিদেশ

১৬ই অক্টোবর ২০২২


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.