Type Here to Get Search Results !

রাজ্য সরকারের সমালোচনায় মুখর বিরোধী দলনেতা ঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য ভিত্তিক সাংগঠনিক  কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার। রাজধানীর মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বিরোধী দল নেতা মানিক সরকার।

প্রধান বক্তার ভাষণে মানিক সরকার শাসক দলের সমালোচনায় মুখর হন। মানিকবাবু বলেন, রাজ্যের সর্বত্র একটা উশৃংখল পরিবেশ বিরাজ করছে। মানুষের নিরাপত্তা নেই। কাজ নেই, খাদ্য নেই। রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই। রাস্তা ঘাট সংস্কার করছে না। কৃষি জমিতে সেচের ব্যবস্থা হচ্ছে না। স্কুলে শিক্ষক নেই। হাসপাতালে চিকিৎসক নেই।
তিনি বলেন, বেকারদের চাকুরি দিচ্ছে না বর্তমান সরকার। বলেছিল বছরে ৫০ হাজার বেকারের চাকুরি দেবে। বরং তাদের কল্যাণে ১০,৩২৩ শিক্ষকদের চাকুরিচ্যুত হতে হয়েছে। তাদের মধ্যে ১৪২ জনের মৃত্যু হয়েছে।

ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হবে। কিন্তু তা করেনি। এই পরিস্থিতিতে দুর্বিষহ জীবন যাপন করছেন রাজ্যের মানুষ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৬ই অক্টোবর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.