আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। পঞ্চমহাভূত ।। নেপালি কবিতা ।। কবি অবিনাশ শ্রষ্ঠ,কাঠমান্ডু

    আরশি কথা


     "পঞ্চমহাভূত" 

           একটি পরিবেশ কবিতা

                (নেপালি কবিতা)


    পাখিরা আকাশের দিকে উড়ে চলল

    আর আকাশে পরিণত হল।


     বায়ু-বেগে ধাবমান বন্যজন্তুরা

    বায়ুতেই পরিণত হল


     মাটিতে গড়াগড়ি খাওয়া মানুষেরা

    মাটিতেই পরিণত হল


     জলে অস্থিরভাবে ঘোরাফেরা করা মাছেরা

    জলেই পরিণত হল


     বেচারা গাছগুলোকে অকারণে জ্বালানো হল, পুড়ানো হল

    আর আগুনে পরিণত হল


     কিন্তু

    পাখি

    বন্যজন্তু

    মানুষ

    মাছ


    আর গাছের মূল আত্নারা

    পুড়তে পারল না, বরং প্রদীপ্ত হল

    আর তা থেকেই আত্মপ্রকাশ ঘটল সূর্যালোকের

    রচিত হল নক্ষত্রদের নীল ঝলমলানির


    কিন্তু

    কবি- না পাখি হতে চাইছিল

             না মাছ হতে

             না মানুষ হতে চাইছিল

             না মাটি হতে


     সেজন্যই

    কবি-      পীড়াময় উচ্ছ্বাসে 

                  পরিণত হল 


                   সংবেদনায় পরিণত হল

                   অক্ষরে পরিণত হল।


    -কবি অবিনাশ শ্রষ্ঠ,কাঠমান্ডু


    -অনুবাদ: বিলোক শর্মা, জলন্ধর

    ২৯শে অক্টোবর ২০২২




    3/related/default