পুকুর পাড়ে বৃদ্ধ বৃক্ষটি-
কালের গর্ভে এখন ভস্মিভুত।
বেলাশেষে আঁধারের গভীরতা-
মৃত পালকের মতো ম্রিয়মান।
যৌবনের পঙক্তি পাঠ চুকে
অযোদ্ধা বৃদ্ধ তার নাম।
সকালের সূর্য যেন-
বুড়িয়ে গেছে গোঁধুলী ক্ষণে-
এখন বয়সী বৃদ্ধ নেই,
বৃদ্ধদের আবাসন যেন ইটভাটা!
চৌকস চির চেনারা-
কালের চিলেকোঠায় বোবাঘুমে আচ্ছন্ন।
সময়ের উল্টো স্রোতে যুবকরা বৃদ্ধবেশ-
অকালপক্কে স্বপ্নদের হয়েছে মরণ!
- শাহানুর আলাম উজ্জ্বল
বাংলাদেশ
২৯শে অক্টোবর ২০২২