সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের উদ্যোগে রক্তদান শিবিরঃ আগরতলা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধর এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারবর্গের উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।



সিটুর রাজ্য দপ্তরে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিটুর রাজ্য সভাপতি মানিক দে এবং রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

বিরোধী দলনেতা প্রয়াত বিজন ধর এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বলেন, বিজন ধরের অনুপস্থিতি প্রতিনিয়ত অনুভব করছেন তারা। বিজন ধরের মতো নেতা কাজের মধ্য দিয়েই স্মরণীয় হয়ে থাকবেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১১ই অক্টোবর ২০২২
 

3/related/default