আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর চমক ভরা ধনতেরাস

    আরশি কথা

    আরশিকথা ডেস্ক, আগরতলাঃ


    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'চমক ভরা ধনতেরাস'। যা চলবে আগামী ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।


    এই 'চমক ভরা ধনতেরাস' হল আমাদের বার্ষিক দীপাবলি উদযাপন। এই বছর যা ১৭ বছরে পা রাখলো।


    এই বিশেষ 'চমক ভরা ধনতেরাস'  উৎসবে থাকছে এমনই কিছু বিশেষ ধরনের গয়নার সম্ভার যা ক্রেতাদের মন ছুঁয়ে যাবেই।  যার মধ্যে রয়েছে হাতে তৈরী সোনা, হিরের ও রূপার গয়না, ঐতিহ্যপূর্ণ এবং হালফিলের আধুনিক ডিজাইনের বিয়ের গয়না যা সকলের নজর কাড়বে। চোখ ধাঁধানো অথচ সাধ্যের মধ্যে দাম এমন কিছু হিরের গয়না আর গ্রহরত্নের সম্ভারও থাকছে।


    এছাড়া ক্রেতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় অফার এবং সুযোগ:

    প্রত্যেক কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার।

    গয়নার মজুরিতে ছাড়

    সোনার গয়নার মজুরির উপর ২৭% ও হিরের গয়নার মজুরির উপর ১০০% ছাড়। 

     

    প্রতিদিন লাকি ড্র 

    প্রতিদিন ৩টে করে সোনার কয়েন জেতার সুযোগ!


    মেগা ড্র

    ১টা ডিজায়ার গাড়ি এবং ২টি স্কুটি জেতার সুযোগ।


    এছাড়াও থাকছে অন্যান্য সুযোগ, পরিষেবা এবং সোনায় সোহাগা অফার (গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম) , পুরনো সোনার গয়না বদলের সুবিধা এবং সোনা ও রুপোর কয়েন সবই পাওয়া যাবে। এছাড়া রুপোর বাসনও পাওয়া যাবে।


    আরশিকথা 
    ১১ই অক্টোবর ২০২২

     

    3/related/default