সভাপতি পদে নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। প্রত্যাশিত ভাবেই তিনি জয়ী হন। নির্বাচনের আগেই রাজনৈতিক মহলের অভিমত ছিল যেহেতু গান্ধী পরিবারের সঙ্গে রয়েছেন তাই তাঁর জয় নিশ্চিত। ফলাফল ঘোষণার পর সেটাই দেখা গেল। ১৭ অক্টোবর ভোট হয়েছিল। বুধবার সকাল থেকে শুরু হয় গণনা। জয়ের পর নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান সোনিয়া গান্ধী। কংগ্রেসের নবনির্বাচিত সভাপতিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দলের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য এই কথা জানিয়েছেন। দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফে তিনি অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত সভাপতিকে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২০শে অক্টোবর ২০২২