আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দীপাবলি উৎসব উপলক্ষে ২৩ থেকে ২৬ অক্টোবর বিশেষ ট্রেন ঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    দেওয়ালী উৎসব উপলক্ষ্যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ২ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ট্রেনগুলি ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে আগরতলা থেকে ধর্মনগর এবং আগরতলা থেকে সাব্রুমের মধ্যে চলাচল করবে। আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে (ট্রেন নং ০৭৬৮৭) একটি ট্রেন ছাড়বে সকাল ৫.২০ মিনিটে এবং ধর্মনগর পৌছাবে সকাল ৮.৪৫ মিনিটে। ধর্মনগর থেকে একটি ট্রেন (ট্রেন নং ০৭৬৮৮) ছাড়বে আগরতলার উদ্দেশ্যে সকাল ১০.৩৫ মিনিটে এবং আগরতলা পৌঁছাবে দুপুর ২টায়। আগরতলা থেকে সারুমের উদ্দেশ্যে একটি ট্রেন (ট্রেন নং ০৭৬৮৫) ছাড়বে দুপুর ২. ১৫ মিনিটে এবং সাব্রুম পৌছাবে বিকাল ৪:৩৫ মিনিটে। সারুম থেকে একটি ট্রেন (ট্রেন নং ০৭৬৮৬) আগরতলার উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৫ টায় এবং আগরতলা পৌঁছাবে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২১শে অক্টোবর ২০২২
     

    3/related/default