চাকরিতে নিয়োগের দাবিতে এসটিজিটি উত্তীর্ণরা অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একাধিকবার ঘুরে হতাশ হয়ে পড়েছেন। শুক্রবার আরো একবার এরা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করেন।
অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরে এলে মন্ত্রিসভার বৈঠকে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা হবে। এদিকে দুপুরে এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে। তাদের বক্তব্য শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেছিলেন অর্থ দপ্তরের অনুমোদনের জন্য ফাইল শিক্ষা দপ্তর থেকে অর্থমন্ত্রীর কাছে বুধবার পাঠানো হবে। তাই অর্থমন্ত্রী সেই ফাইল পেয়েছেন কিনা তা তারা জানতে গিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে তারা এসটিজিটি উত্তীর্ণ সকল প্রার্থীকে একসঙ্গে চাকরি দেওয়ার দাবিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে।প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে সিলেকশন টেস্ট ফর গ্রেজুয়েট টিচার উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের দুয়ারে দুয়ারে ঘুরছে নিয়োগের দাবিতে। রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে অক্টোবর ২০২২