Type Here to Get Search Results !

২৪-২৫ অক্টোবর দীপাবলি উৎসব ও মেলা ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গণে আগামী ২৪ ও ২৫ অক্টোবর দীপাবলি উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর সন্ধ্যায় উৎসব ও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২৪ অক্টোবর প্রভাতে কল্যাণ সাগর পাড়ে রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্রহ্মা আরতিতে অংশ নেবেন। শনিবার ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান গোমতী জেলার জেলাশাসক গোভেকর ময়ূর রতিলাল। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২৪ অক্টোবর সন্ধ্যা ৫টায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করবেন। সাংবাদিক সম্মেলনে উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ দেওয়ালী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক আরও জানান, ত্রিপুরাসুন্দরী মন্দিরে দীপাবলি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি টিভির মাধ্যমে নজরদারি রাখা হবে। মন্দির প্রাঙ্গণে সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলার ফলে মন্দির পরিসরে যেন ভীড় না হয় সেজন্য স্বেচ্ছাসেবক নিযুক্ত থাকবেন। তাছাড়াও এনডিআরএফ বাহিনী এবং সিভিক ভলান্টিয়ারাও থাকবেন। মেলায় ১ হাজারেরও বেশি পুলিশ ও টিএসআর জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এফ দার্লং জানান, মাতাবাড়িতে দীপাবলি উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে জোরদার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

২২শে অক্টোবর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.