দীপাবলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ঃ ত্রিপুরা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


দীপাবলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'আলোর উৎসব দীপাবলি আমাদের চিরন্তন ঐতিহ্যের প্রতীক। দীপাবলির আলোকশিখা জীবনের সমস্ত গ্লানিকে দূর করে প্রত্যেকের জীবন আলোকিত করে তুলুক এটাই আমাদের প্রার্থনা। নব আলোকে উদ্ভাসিত হোক আমাদের আগামী দিনগুলি। আলোর উৎসবে আত্ম-নির্ভরতায় ও উন্নয়নের জয়যাত্রায় আমরা এগিয়ে যেতে চাই। দীপাবলির আলোকশিখা ঘরে ঘরে প্রজ্জ্বলিত হোক সুখ সমৃদ্ধির কামনায়। মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের আশীর্বাদে রাজ্যবাসী যাতে আনন্দ ও সুস্থতায় একসাথে মিলে মিশে থাকতে পারে দীপাবলি উৎসবে আমি সেই প্রার্থনাই জানাচ্ছি'।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২১শে অক্টোবর ২০২২
 

3/related/default