আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১০,৩২৩-এর আমরণ অনশন অব্যাহত ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ঘূর্ণিঝড় সিত্রাংও টলাতে পারেনি ১০,৩২৩ চাকরিচুত্য শিক্ষকদের। পুনরায় চাকরিতে নিয়োগ করার দাবিতে ১০,৩২৩ চাকরিচুত্য শিক্ষকদের আমরণ অনশন মঙ্গলবার ষষ্ঠ দিনে পড়ল। এই আন্দোলনের নেতৃত্বে থাকা নেতা প্রদীপ বণিক বলেন, সোমবার রাতে যখন তীব্র গতিতে ঝড় হচ্ছিলো তখন আন্দোলনকারীরা আন্দোলন মঞ্চে ছিলেন।


    ঝড় আন্দোলন মঞ্চের বেশীর ভাগ ভেঙে ফেললেও সব সদস্যরা মঞ্চের পাশে ফুটপাতে আশ্রয় নেন। তারপরও তারা আন্দোলন ছেড়ে যাননি। তবে এই ষষ্ঠ দিনেও রাজ্য সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলতে আসেননি বলেও ক্ষোভের সঙ্গে জানান তিনি। উল্লেখ্য, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের এক একটি দল যে যার মত করে চাকরি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ৬ দিন ধরে রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় তাদের একটি দল আমরণ অনশনে বসেছে। একের পর এক অসুস্থ হয়ে হাসপাতালেও স্থানান্তরিত হচ্ছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৫শে অক্টোবর ২০২২
     

    3/related/default