ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব রাজ্যে কিছুটা পড়েছে। সোমবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল রাজ্যজুড়ে।এর ফলে অনেকটাই প্রভাব পড়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালি মেলা। তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আর আবহাওয়া অনুকূল হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে একদিন বাড়ানো হয়েছে দেওয়ালি মেলা।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার ঘোষ ও গোমতী জেলার জেলা শাসক। উল্লেখ্য, এই দেওয়ালি মেলায় কয়েক লক্ষ দর্শনার্থীর সমাগম হয়। মেলাকে ঘিরে কয়েকশো দোকানী তাদের পসরা সাজিয়ে বসে কিছু লাভের আশায়। কিন্তু এবারে পূজার দিনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দর্শনার্থীরা পূজা প্রাঙ্গনে আসতে পারেনি । ব্যবসায়ীদেরও বিক্রি বাট্টা একদম হয়নি।একদিন মেলার সময়সীমা বাড়ানোর ফলে স্বভাবতই খুশি ব্যবসায়ীরা। মেলা চলবে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৫শে অক্টোবর ২০২২