আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গ্রেটার তিপরা ল‍্যান্ডের গ্যারান্টি না পেলে কোন দলের সঙ্গে জোট করবে না তিপরা মথাঃ প্রদ্যোত কিশোর

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    তিপরা উইমেন্স ফেডারেশনের দ্বিতীয় রাজ্য ভিত্তিক সম্মেলন হয় আগরতলা টাউন হলে। শুক্রবার এই সম্মেলনের আগে তিপরা দলের মহিলা কর্মীরা এক বিরাট মিছিল করে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে আগরতলা টাউন হলে আসেন।


    সেখানে প্রধানবক্তা ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। প্রদ্যোত বলেন আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচনে গ্রেটার তিপরা ল‍্যান্ডের গ্যারান্টি না পেলে কোন দলের সঙ্গে জোট করবে না তিপরা মথা। তিপরা মথার জোট হবে তিপরাসাদের সঙ্গে। ২০২৩ এর নির্বাচনে কেউ বলে দিল জোট করে নিতে আর ২০২৮ এর নির্বাচনে তিপরা ল্যান্ড নিয়ে কথা হবে সেই শর্ত মেনে নেবে না তিপরা মাথা।


    তিপ্রাসাদের কারোর সঙ্গে জোট করার প্রয়োজন নেই বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
    এদিনের ভাষণে প্রদ্যোত কিশোর গ্রামীন এলাকায় বিভিন্ন সমস‍্যাগুলিও তুলে ধরেন।  এদিনের এই সম্মেলনে জনজাতি সম্প্রদায়ের মহিলাদের ভালোই উপস্থিতি লক্ষ করা গিয়েছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১৪ই অক্টোবর ২০২২
     

    3/related/default