২০২৩ সালে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিটি কার্যকর্তা মাঠে নামবেন। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি সরকারকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে।
প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে ভিকি প্রসাদ শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি সাড়ে চার বছরে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলি এবং সরকারের সাফল্য তুলে ধরেন। বলেন, সিপিএম ৩৫ বছরে মানুষকে গরিব বানিয়ে রেখেছিল। বিজেপির শাসনে রাজ্যের উন্নয়ন হচ্ছে। একটিও দুর্নীতির ঘটনা নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। জনজাতিরা সম্মান পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। চাকরির দরজা খুলে দেওয়া হয়েছে। ৩০ হাজার নতুন সামাজিক ভাতা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। মানুষের মাথার উপর ছাদ দেওয়া হয়েছে। কৃষকদের আয় বাড়ানো হয়েছে। রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। অর্থাৎ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের সার্বিক উন্নয়ন ঘটছে বলে দাবি করেন তিনি। তাই পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে যুব মোর্চা কাল থেকেই মাঠে নামবে বলে জানিয়ে দেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৪ই অক্টোবর ২০২২