আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে শুক্রবার আগরতলায় মিছিল করে ভারতীয় জনতা পার্টি'র সদর জেলা শহরাঞ্চল কমিটি।
মিছিলটি শুরু হয় শহীদ ক্ষুদিরাম স্কুল মাঠ থেকে। রেলির অগ্রভাগে হুড খোলা জিপে ছিলেন রাজ্য বিজেপি'র সভাপতি রাজীব ভট্টাচার্য।মূলত তার নেতৃত্বেই এইদিনের বাইক র্যালি হয়। বিভিন্ন মণ্ডল থেকে কার্যকর্তারা র্যালিতে অংশ নেন। ব্যাপক সংখ্যক যুবাদের অংশ নিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলা ক্ষেত্রে সামনে গিয়ে র্যালির সমাপ্তি হয়।
শ্রী ভট্টাচার্য বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে ৬০টি আসনেই ব্যাপক ব্যবধানে জয়ের জন্য ঝাঁপাবে বিজেপি। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত দল।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে অক্টোবর ২০২২