প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার আগরতলার এক মিছিল করা হয়। এর নেতৃত্বে ছিলেন ত্রিপুরায় দলের ইনচার্জ রাজীব ব্যানার্জি ও সাংসদ সুস্মিতা দেব। মিছিলটি শুরু হয় দলের রাজ্য কার্যালয় থেকে। সাংসদ সুস্মিতা দেব রাজ্যের আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, রাজ্যে এক সপ্তাহে তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি গণধর্ষণ। অথচ দোষীদের গ্রেফতার করা হচ্ছে না। প্রকাশ্যে গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। খুন, ধর্ষণ, ছিনতাই, নারী নির্যাতনের ঘটনা এই রাজ্যে দিন দিন বেড়েই চলেছে। সরকার দোষীদের প্রশ্রয় দিচ্ছে। শাস্তি হচ্ছে না দোষীদের।এই অবস্থায় মানুষের পাশে আছে মমতা ব্যানার্জির মা, মাটি, মানুষের দল তৃণমূল কংগ্রেস। তাই এই দিনের এই মিছিল বলে জানান তিনি।