১৯৪৮ সালের ২৩ শে আশ্বিন গোলাঘাটির ভক্ত ঠাকুর ঘাটে মহাজনী শোষনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছিলেন ১৩ জন দরিদ্র কৃষক।সোমবার শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা জানায় সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি।
এইদিন সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। উপস্থিত সবাই শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
পবিত্র কর তার বক্তব্যে সেই দিনটির স্মৃতিচারণ করেন এবং শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তৎকালীন প্রশাসনের তীব্র সমালোচনা করেন। এদিকে সিপিএমের পক্ষ থেকেও এই দিনটি পালন করা হয়েছে। দলের রাজ্য কার্যালয়ে এই উপলক্ষে সোমবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি সহ উপস্থিত অন্যান্যরা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১০ই অক্টোবর ২০২২