আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় পোস্টাল দিবসে ঐতিহ্যবাহী তুলসিবতী বালিকা বিদ্যালয়ের নামে বিশেষ পোস্টাল খাম ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজন্য আমলে নির্মিত মহারানি তুলসিবতী বালিকা বিদ্যালয়ের সঙ্গে রাজ্যের অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। এবার ঐতিহ্যবাহী  এই স্কুলটি স্থান পেলো পোস্টাল খামে।

    জাতীয় পোস্টাল দিবস উপলক্ষে বৃহস্পতিবার  আগরতলা প্রধান ডাকঘরে শিক্ষা দপ্তর এবং ডাক বিভাগের  যৌথ উদ‍্যোগে রাজ্যের প্রাচীনতম এই বিদ্যালয়ের নামে বিশেষ কাভারের উদ্বোধন করা  হয় ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার   জোসেফ লালসিনা লোভা,  সুপারিনটেন্ডেন্টন প্রদীপ মজুমদার এবং শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা নান্টু রঞ্জন দাস সহ অন্যান্যরা।
    রাজ‍্যের শিক্ষানুরাগী মহল শিক্ষা দপ্তর ও ডাক বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৩ই অক্টোবর ২০২২
     

    3/related/default