আবু আলী
ঢাকা, আরশিকথা।।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক এগিয়ে নিতে কাজ করব। এখানে বাণিজ্যিক বিপুল সম্ভাবনা রয়েছে, সেটিকে কাজে লাগাতে চাই। আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গুয়াহাটিস্থ বাংলাদেশের নব-নিযুক্ত সহকারী হাইকমিশনার রুহুল আমিন এ কথা বলেন। গতকাল তিনি মূখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় গুয়াহাটিস্থ বাংলাদেশের সদ্যবিদায়ী সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, তার সহধর্মিনী মুনীরা আজম উপস্থিত ছিলেন।
আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বিদায়ী সহকারী হাইকমিশনারকে তাঁর শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত সহকারী হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান ।
গুয়াহাটিস্থ বাংলাদেশের নব-নিযুক্ত সহকারী হাইকমিশনার রুহুল আমিন বলেন, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে। সম্পর্ক আরও যাতে বৃদ্ধি পায় সে জন্য কাজ করব। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশেষ নজর থাকবে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৮ই নভেম্বর ২০২২