আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। পুরুষ দিবস ।। কবিতা ।। মহুয়া সমাদ্দার, কলকাতা

    আরশি কথা

    ।। পুরুষ দিবস ।। 
     


    আমার দেখা প্রথম পুরুষ ,বাবা সে তো আমার  

    ছেঁড়া চটি , হয়নি কেনা , কলার ছেঁড়া জামার । 


    আমরা রানী , আমরা সুখী , সুখের প্রজাপতি 

    কষ্ট কি যে ,না বুঝিনি , মনে সুখের জ‍্যোতি । 


    মায়ের বন্ধু , সে তো বাবা , আমাদেরও জুটি 

    রাতের খাবার খুনসুটিতে , আমার জ‍্যান্ত খুঁটি । 


    বাবার মেয়ে তখন ছিলেম , আজ যে "মা" বাবার 

    আজ যে সময় ফিরিয়ে দেবার , ভালোবাসা, খাবার । 


    প্রতিটি দিন , প্রতিটি রাত , মা -বাবাতেই থাকি 

    ভালবাসা,  ভাল থাকার  গল্পটা বাদবাকি  । 


    সবাই বলে , পুরুষ দিবস , আমার কাছে মানুষ ! 

    "মানব দিবস" আনতে পারলে উড়বে খুশির ফানুস।  


    আমার বাবা , কিংবা স্বামী , কিংবা আমার ছেলে 

    প্রতিটি দিন যাক চলে যাক , কাটুক হেসেখেলে । 


    প্রতিদিনই পুরুষ কিংবা নারী দিবস হবে 

    একটু স্নেহ, ভালোবাসার পরশ পেলে তবে ।


    - মহুয়া সমাদ্দার, কলকাতা 

    ১৯শে নভেম্বর ২০২২

    3/related/default