Type Here to Get Search Results !

শিলিগুড়িতে এসে হঠাৎ অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী, তড়িঘড়ি বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বৃহস্পতিবার স্বাস্থ্যের উন্নতির পর দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এদিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে ১২০৬ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই কর্মসূচি চলাকালীন স্বাস্থ্যের অবনতির কারণে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

শিলিগুড়িতে একটি অনুষ্ঠান চলাকালীন তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। এরপর শহরের একজন সাধারণ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে ওষুধ দেওয়া হয়। এরপর তাকে স্থানীয় হাসপাতালেও চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থার জন্য নির্দেশ দিয়েছিলেন। তারপরে গডকরিকে নিয়ে যাওয়ার জন্য একটি গ্রিন করিডোর তৈরি করা হয়েছিল। সূত্র জানায়, তাকে স্যালাইন দেওয়ার দরকার ছিল, এরপর যখন তিনি সুস্থ বোধ করতে শুরু করেন। তখন তিনি স্থানীয় সাংসদ রাজু বিস্টের বাড়িতে পৌঁছান। স্বাস্থ্যের উন্নতির পর শিলিগুড়ি থেকে সরাসরি উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি একটি বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন।


আরশিকথা দেশ-বিদেশ


ছবি ও তথ্যসূত্রঃ সৌজন্যে ইন্টারনেট

১৭ই নভেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.