Type Here to Get Search Results !

রাজ্যে ডেন্টাল কলেজ হচ্ছে আইজিএম হাসপাতাল ভবনে, বিভিন্ন দপ্তরে চাকরিঃ মন্ত্রিসভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ডেন্টাল কলেজ চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। আইজিএম হাসপাতালের (জি+৭) বিল্ডিংয়ে এই ডেন্টাল কলেজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিনিধিদল আইজিএম হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে কারা দপ্তরের অধীনে ২৬৩টি পদে পুরুষ ও মহিলা ওয়ার্ডার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের ১৫ জন ফুড ইন্সপেক্টর (গ্রুপ-সি) নিয়োগ করা হবে। টিপিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান, আগরতলা পুরনিগমে ১৭ জন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হবে। ত্রিপুরা বিধানসভায় ৩৪টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। এই পদগুলি হলো এলডিসি কাম টাইপিস্ট, জুনিয়র রিপোর্টার, ট্রান্সলেটর, ড্রাইভার, পিয়ন, সর্টার, অ্যাসিস্টেন্ট ম্যানেজার, জুনিয়র কুক ও রুম এটেনডার। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে পাঠরত দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর দিব্যাঙ্গ প্রকল্পে প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে যেসব ছাত্রছাত্রী ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাসবেন্ডারি ইন্টার্নশিপ করছে তাদের অ্যালাউন্স প্রতিমাসে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৬০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সারা রাজ্যে সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলির শিক্ষকদের তাদের চাকরি জীবনে একবার বদলির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে বদলির কোনও সংস্থান ছিলো না। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে তথ্য ও প্রযুক্তি দপ্তরে ১০টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলি হলো অতিরিক্ত অধিকর্তা, অ্যাকাউন্টস অফিসার, প্রোগ্রামার, হেড ক্লার্ক, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্ট, ইউডিসি এবং এলডিসি। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে হোমগার্ডদের এবছরের ড্রেস অ্যালাউন্স আগামী ডিসেম্বর মাসে প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি জানান, জেআরবিটি'র লিখিত পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে।
সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

১৭ই নভেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.