Type Here to Get Search Results !

চট্টগ্রামে আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব ।। আমন্ত্রিত ত্রিপুরা ও কলকাতার লেখক-শিল্পী বৃন্দ

বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


 গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি আগরতলা ত্রিপুরা থেকে বিশিষ্ট লেখক ড, দেবব্রত দেবরায়ের সম্পাদনায় বৃহৎ পরিসরে প্রকাশিত হয়েছিল পর পর দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থ । এই স্মারকগ্রন্থ  দুটিকে সম্মান জানিয়ে চট্টগ্রামে হতে চলেছে আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব । পঁচিশে নভেম্বর থেকে তিরিশ নভেম্বর এই উপলক্ষে চট্টগ্রাম এবং কক্সবাজারে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এই সমস্ত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ড, দেবব্রত দেবরায়ের পরিচালনায় ত্রিপুরা থেকে বাইশ জন এবং কলকাতার আটজন লেখক কবি শিল্পী পঁচিশে নভেম্বর চট্টগ্রাম রওয়ানা হবেন ২৫ নভেম্বর ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভারতের এই প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয় দুটি পরিদর্শন সহ  দুটি অনুষ্ঠানে মিলিত হবার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন । ত্রিপুরার লেখক কবি শিল্পীদের পক্ষ থেকেও চট্টগ্রাম এবং কক্সবাজারের পঞ্চাশ জন বিশিষ্ট লেখক কবি শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করা হবে বলে ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের কার্যকরী সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ জানিয়েছেন ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৪শে নভেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.