নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ধর্মনগর জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ।
মূলত : কুষ্ঠরোগ সনাক্তকরণ নিয়ে উত্তর জেলা ভিত্তিক ২৪ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় শিবির অনুষ্ঠিত হবে। বেশ কয়েক বছর ধরে কুষ্ঠরোগীর সংখ্যা ক্রমে কমছিল। তাকে শূন্যে পৌঁছনোর লক্ষ্য নিয়ে এই বিশেষ কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী এবং উত্তর জেলা লেপ্রসি অফিসার ডক্টর অলক কুমার ধর। কুষ্ঠরোগের সমস্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা জেলার বিভিন্ন এলাকায়। স্বাস্থ্য দপ্তর এই রোগ প্রতিরোধে সমস্ত রকমের পদক্ষেপ নিচ্ছে, তাতেই বিশেষ গুরুত্ব দেন জেলা কুষ্ঠরোগ নিবারণ অফিসার ডক্টর অলক কুমার ধর।
কুষ্ঠরোগ নিয়ে উদ্বেগের কিছু নেই। এটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। চিকিৎসার জন্য এখন মানুষ হাসপাতালে যাচ্ছেন। আগে রোগ গোপন রাখার একটা প্রবণতা ছিল। তাতে যেমন রোগীর যন্ত্রণা বাড়ত। তেমনি বাড়ছিল সংক্রমণের ঘটনাও। এখন আগেভাগে চিকিৎসকের কাছে আসায় কিছু দিনের মধ্যে তাঁরা সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন। ওই রোগ মোকাবিলায় গুরুত্বের সঙ্গে কাজ করে চলছে দপ্তর। তিনি জানান বিগত দিনে কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার ২টি ঘটনা ঘটেছে। সঠিক চিকিৎসায় ২ জন রুগী বর্তমানে সুস্থ। ২৪ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর জেলার প্রতিটি এলাকায় স্বাস্থ্যকর্মীরা ২ বছরের ঊর্ধ্বে পুরুষ মহিলা দের বিভিন্ন পরীক্ষা করবেন নতুন কেউ সংক্রমিত হয়েছেন কি না।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৪শে নভেম্বর ২০২২