Type Here to Get Search Results !

ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে রেলি ঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের অংশগ্রহণ করা যেমন মৌলিক অধিকার তেমনি কর্তব্যও। তাই প্রত্যেক নাগরিক যেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয় সেই আহ্বান জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালি হয়।


বুধবার সকালে রেলির সূচনা করেন রাজ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। এছাড়া অনুষ্ঠানে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেন যাদব, পশ্চিম জেলার পুলিশ সুপারসহ অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সমাজকর্মীরা এতে অংশ নেন।

মূলত ভোটারদের মধ্যে সচেতনতা জাগাতেই এই রেলির আয়োজন। নির্বাচন থেকে কোন ভোটারকে পিছিয়ে রাখা যাবে না এবং সকলে এই প্রক্রিয়ায় শামিল হন- এই স্লোগানকে সামনে রেখে এই রেলি হয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

৯ই নভেম্বর ২০২২