আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কল্যাণপুরে কংগ্রেস দলের যোগদান কর্মসূচী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    নির্বাচনকে সামনে রেখে দলকে আরো মজবুত করার লক্ষ্যে এদিন কল্যাণপুরে এক সভা অনুষ্ঠিত করল কংগ্রেস দল।কল্যাণপুরে কংগ্রেসের সারা জাগানো সভা। সভার মধ্য দিয়ে বেশ কিছু পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে।বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক সভা হয়। সভাতে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সামিল হন। কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধণ মল্লিক কে সভার সভাপতি করে বক্তব্য রাখেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ সাহা, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি বিক্রম কিশোর সিনহা, পি সি সি সদস্য অসুখ দেব, প্রদ্যুৎ ভট্টাচার্য, নিত্য গোপাল রুদ্র পাল, যুব নেতা কার্তিক দেবনাথ সহ অন্যান্যরা। সভার শেষে ৮৪  পরিবারের ৪১২ জন  বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিরজিৎ সিনহা, আশীষ সাহা অন্যান্যরা। কংগ্রেসের এই সভাকে কেন্দ্র করে কল্যাণপুরে বেশ সাড়া পরিলক্ষিত হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ১০ই নভেম্বর ২০২২
     

    3/related/default