আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ইন্দিরা গান্ধীর জন্মদিন থেকে 'ত্রিপুরা বাঁচাও, ভারত জোড়ো' আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। সাত দিনব্যাপী তা চলবে। তাতে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব জয় রাম রমেশ ও অজয় কুমার। ৬০টি বিধানসভা কেন্দ্রকে ১৬ টি ভাগে ভাগ করা হয়েছে ১৬ জন নেতৃত্ব তার দায়িত্বে থাকবেন। ১৯ নভেম্বর ধর্মনগর উপজেলা শহরে 'ত্রিপুরা বাঁচাও, ভারত জোড়ো' আন্দোলন কর্মসূচির উদ্বোধন করবেন অজয় কুমার। আগরতলায় এই উদ্বোধন করবেন জয়রাম রমেশ।
সোমবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে জানান পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। এই কর্মসূচি সফল করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিকে কংগ্রেস ও সিপিএমের জোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে বীরজিৎবাবু বলেন, কংগ্রেস জোটের জন্য বিজেপি বিরোধী যে কোনো দলের সঙ্গেই হাত মেলাতে প্রস্তুত। তবে জোটের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাই কমান্ড।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৭ই নভেম্বর ২০২২