কৃষক সভার রাজ্য কনভেনশনে রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এই সকল সমস্যাগুলি সমাধানের দায়িত্বে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি রাস্তায় নামবে। ডেপুটেশন দেবে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, টাউন হলে অনুষ্ঠিত কনভেনশনে কৃষকদের সমস্যাগুলির কথা উঠে এসেছে। কৃষকরা সময় মতো সার, বীজ, কীটনাশকও পাচ্ছে না। রাবারের দাম পড়ে যাওয়ায় ক্ষতির শিকার রাবার চাষিরা। এদিকে সুপারি চাষিরা সুপারি বহিঃরাজ্যে পাঠাতে পারছেন না। অসম রাজ্যের প্রশাসন সেই রাজ্যে সুপারি নিতে দিচ্ছে না। তাছাড়া রুদিজলা এলাকায় চাষীদের বিভিন্ন সমস্যাগুলিও কনভেনশনে আলোচনায় উঠে এসেছে। এই সমস্ত সমস্যাগুলি সমাধানের দাবিতে কৃষক সভা সরকারের কাছে ডেপুটেশন দেবে বলে শ্রী কর জানান।
আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর কেরালায় কৃষক সভার সর্বভারতীয় সম্মেলন হতে যাচ্ছে। সেখানে ত্রিপুরা থেকে ৩৭ জন প্রতিনিধি যাবেন বলে কনভেনশনের সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ২৬ নভেম্বর দিল্লীর কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে। ১৫ নভেম্বর বীরসা মুন্ডা দিবসে পতাকা উত্তোলন করা হবে। সেই পতাকা নামানো হবে এক মাস পর ১৬ই ডিসেম্বর। এই সমস্ত যাবতীয় সিদ্ধান্তের কথা জানান পবিত্র কর। সাংবাদিক সম্মেলনে গণমুক্তি পরিষদের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মাও উপস্থিত ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই নভেম্বর ২০২২