সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নবম রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিটুর রাজ্য কার্যালয়ে এই কনভেনশন হয়। তাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, রাজ্য সভাপতি মানিক দেসহ অন্যান্য নেতৃত্বরা। বিরোধী দলনেতা তার বক্তব্যে বর্তমান বিজেপি সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির অভিযোগ এনে এর সমালোচনা করেন। রাজ্যে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির প্রসঙ্গ তুলে এর বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বিস্তারিত বিবরণে না গিয়ে কতটা পূরণ হয়েছে সেই প্রসঙ্গ তোলেন। রাজ্যে কাজ ও খাদ্যের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মচারী বঞ্চনা এই সমস্ত বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার দুই-আড়াই বছরের মধ্যেই মানুষের মোহভঙ্গ হয়েছে।
বিরোধী দলনেতা পরামর্শ দেন বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে ক্ষুব্ধদের বামফ্রন্টের পক্ষে টেনে আনতে হবে। সবাই যে বামফ্রন্টকে ভোট দেবেন তার কি নিশ্চয়তা আছে। তাই মা-বোনেদের এগিয়ে আসতে হবে। মানুষকে বোঝাতে হবে, তাদেরকে বামফ্রন্টের কাছে টানতে হবে। পরিবার থেকেই মা-বোনেদের এই কাজ শুরু করতে হবে। শুধু কনভেনশন থেকে প্রস্তাব পাস করিয়ে হাতে তালি দিয়ে বাড়ি চলে গেলে হবে না। কাজ করতে হবে। মানুষকে কাছে টানতে হবে। দেখতে হবে বিজেপি থেকে মুখ ফিরিয়ে ক্ষুব্ধ মানুষ যেন অন্য দলে চলে না যায়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৭শে নভেম্বর ২০২২