আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতি ঘরে বিজেপি' কর্মসূচির সূচনা, জনগণের মধ্যে ব্যাপক সাড়া : বিজেপি

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ষাটটি মন্ডলে একযোগে রবিবার থেকে শুরু হয়েছে প্রতিঘর বিজেপি কর্মসূচি। সাত দিনের এই কর্মসূচি চলবে আগামী তিন ডিসেম্বর পর্যন্ত। রবিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য বলেন, আজকের এই কর্মসূচিতে প্রত্যেকটি মন্ডলের জন্য একজন রাজ্যস্তরীয় কার্যকর্তা নির্ধারিত ছিল। কার্যকর্তারা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর যে যার নির্ধারিত মন্ডলে চলে যান এবং সেখানে বক্তব্য রাখেন। পাশাপাশি সেখানকার বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বরাও বক্তব্য রাখেন। এরপর শুরু হয় পদযাত্রা এই পদযাত্রা থেকেই জনগণের হাতে তুলে দেওয়া হয় প্রচার পুস্তিকা অর্থাৎ রিপোর্ট কার্ড। আগামী তিন ডিসেম্বর পর্যন্ত এই অভিযান জারি থাকবে। আজ সূচনা হয়েছে মণ্ডল স্তর থেকে। আগামীকাল থেকে এই কর্মসূচি আয়োজিত হবে বুথ স্তর থেকে। বুথ স্তরে আগামীকাল থেকে প্রতি ঘরে ঘরে যাবেন কার্যকর্তারা। জনসম্পর্কের পাশাপাশি ২০১৮ সাল থেকে ভাজপা সরকারের কাজকর্মের সাফল্য তুলে ধরা হবে জনগণের সামনে। তিনি বলেন, বিরোধীদলের পক্ষ থেকে জনগণকে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তার জবাব থাকবে এ প্রচার পুস্তিকায়। নবেন্দু বলেন, প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রায় পৌনে দুই লক্ষ কার্যকর্তা। যদিও এটা সাংবাদিক সম্মেলন করা পর্যন্ত যা তথ্য এসেছে সে তথ্যের উপর ভিত্তি করেই সাংবাদিকদের জানান নবেন্দু। পাশাপাশি আড়াই লক্ষের মত কার্যকর্তা পদযাত্রায় অংশ নিয়েছেন বলেও জানান তিনি। একটা লক্ষ্যকে সামনে রেখে আজকের অনুষ্ঠান সংঘটিত করা হয়েছে। সেই লক্ষ্য সম্পূর্ণ পূর্ণ হয়েছে। সর্বাত্মকভাবে সফল এই কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবক্তা অস্মিতা বণিক এবং জনজাতি মোর্চার সভাপতি টুটন দাস।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৭শে নভেম্বর ২০২২
     

    3/related/default