আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বস্তিবাসীদের সঙ্গে জনসম্পর্ক অভিযানে এসসি মোর্চা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    নির্বাচন এগিয়ে আসতেই নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিজেপি। সমাজের বিভিন্ন অংশের লোকেদের সঙ্গে বাড়িয়েছে জনসম্পর্ক। এবার এসসি মোর্চা নামলো বস্তি সম্পর্ক অভিযানে। বিজেপি'র এসসি মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বুধবার আগরতলার বিভিন্ন জায়গায় বস্তি এলাকাগুলিতে জনসম্পর্ক অভিযান করা হয়। এর মধ্যে প্রতাপগড় ঋষি কলোনিতে এই কর্মসূচিতে নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেবের সঙ্গে ব্যাপক সংখ্যক মহিলা ও যুবা কর্মীদের নামতে দেখা গেছে।

    শ্রীদেব কথা বলেন বস্তিবাসীদের সঙ্গে। তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে ব্যাপক উৎসাহ দেখা যায় দলীয় কার্যকর্তাদের মধ্যে। এদিকে ভোট্টপুকুর কালিটিলা রবিদাস পাড়া এলাকায়ও বস্তি সম্পর্ক অভিযান হয়। সেখানে দেখা যায় খোদ মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বাপি দাসসহ অন্যান্য কার্যকর্তাদের। মেয়র কথা বলেন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে। তাদের বিভিন্ন সমস্যাগুলো শোনেন। সেই মতো সমাধানেরও আশ্বাস দেন। বিশেষ করে রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে। এলাকাকে স্বচ্ছ ও সুন্দর রাখতে যা যা করণীয় সবকিছুই করা হবে বলে আশ্বাস দেন মেয়র। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। শহরের অন্যান্য বস্তি এলাকাগুলিতেও এ ধরনের বস্তি সম্পর্ক অভিযান করা হবে বলে এসসি মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ২৩শে নভেম্বর ২০২২


     

    3/related/default