প্রধানমন্ত্রী যা বলেন তা করেন। আর তা প্রমান করার জন্য অনুষ্ঠান করে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে চাকরি প্রাপকদের হাতে। প্রধানমন্ত্রী বলেছেন ১০ লক্ষ বেকার যুবক-যুবতীকে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। গত ২২ অক্টোবর দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে প্রায় ৭৫ হাজার যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মঙ্গলবার দেশের ৪৫টি জায়গায় অনুষ্ঠান করে ৭১ হাজার ৫৬ জন যুবক যুবতীকে বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
রাজ্যে শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়োগ পত্র তুলে দেওয়া হয় চাকরিপ্রাপকদের হাতে। নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ত্রিপুরা থেকে ১৭৫ জন নিয়োগপত্র পেয়েছেন।অধিকাংশই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী ২০৪৭ সাল নাগাদ শক্তিশালী ও স্বাবলম্বী ভারত গড়ে তুলতে সকলে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমা ভৌমিক।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২২শে নভেম্বর ২০২২