বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের শক্তি প্রদর্শন করল বুবাগ্রা। প্রদ্যোত মানিক্যের ডাকে সাড়া দিয়ে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতিরা ছুটে আসে রাজধানীতে।
বিবেকানন্দ ময়দানে হয় সুবিশাল সমাবেশ। সকাল থেকেই রাজধানী সম্পূর্ণ জনজাতিদের দখলে চলে যায়। সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত দলে দলে তিপ্রা মথার কর্মী সমর্থকরা ছুটে আসে। এক সময় রাজধানী জনজাতিদের জনসমুদ্রে পরিণত হয়।জনজাতিদের সমর্থনে বুবাগ্রা যে রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন তাতে যে তিনি সম্পূর্ণ সফল তা বলার অপেক্ষায় রাখে না। জনজাতি মহিলারা তাদের চিরাচরিত পোষাক পড়ে আজকের জনসভায় অংশ নেয়। এক সময় আগরতলা শহরে যান চলাচলে চরম ব্যাহত হয়। দুর্ভোগ পোহাতে হয় নিত্য পথ যাত্রীদের।
বুবাগ্রা তথা প্রদ্যোত ছাড়াও জনসভায় অংশ নেন দেশের খ্যাতনাম ফুটবলার তথা প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। এছাড়া এডিসি'র সিইএম, ডেপুটি সিইএম, এমডিসিসহ তিপ্রা মথা'র সকল স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই নভেম্বর ২০২২