মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্বাচনী কেন্দ্র বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকেই বুথ বিজয় অভিযান শুরু করল বিজেপি। সোমবার ২৮ নম্বর বুথে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি'র সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি'র পর্যবেক্ষক সাংসদ মহেন্দ্র সিং, ফনীন্দ্রনাথ শর্মা, দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রসহ অন্যান্য নেতৃত্ব।
বক্তাদের প্রত্যেকেই প্রতিটি বুথে দলকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব দেয়। কারণ বুথে জয়লাভ করলেই বিধানসভা কেন্দ্রেও জয়লাভ সম্ভব।আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০টি আসনেই বিজেপি জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এখন থেকেই কার্যকর্তাদের বুথকে শক্তিশালী ও সুরক্ষিত করতে আহ্বান জানান দলীয় নেতৃত্বরা। অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই নভেম্বর ২০২২