ফের একই সঙ্গে সবাইকে নিয়োগের দাবিতে সোচ্চার হল এসটিজিটি উত্তীর্ণরা। কিছুদিন পর পরই এরা আন্দোলনে নামছে। মঙ্গলবার আরো একবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় এসটিজিটি উত্তীর্ণ কিছু সংখ্যক বেকার যুবক-যুবতী। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রী বলেছেন ২৩০ জনকে নিয়োগ করবেন কিন্তু শিক্ষা দপ্তরে বহু শূন্য পদ আছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে এরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বেকার যুবক-যুবতীদের ধস্তাধস্তি। পুলিশ কিছুটা বলপূর্বক আন্দোলনকারীদের অস্থায়ীভাবে আটক করে নিয়ে যায় এডি নগর পুলিশ মাঠে। প্রসঙ্গত এসটিজিটি উত্তীর্ণরা কিছুদিন পরপরই এভাবে আন্দোলন করছে। কখনো শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, কখনো অর্থমন্ত্রীর বাড়ির সামনে কখনোবা সংশ্লিষ্ট দপ্তরের সামনে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৮ই নভেম্বর ২০২২