পর্যটন শিল্পের প্রসার ও পর্যটকদের সুবিধার কথা ভেবে আগরতলায় তিন দিনব্যাপী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার হতে চলেছে। দি ট্রাভেল অন নামে একটি সংস্থার উদ্যোগে মেলার মাঠস্থিত এগিয়ে চলো সংঘের মাঠে ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই পর্যটন মেলা হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে বুধবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, আন্দামানসহ বিভিন্ন রাজ্য থেকে ট্রাভেল এজেন্টরা এই মেলায় আসবেন। তাদের কাছ থেকে ভ্রমণ পিপাসুরা সেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে কিভাবে যাওয়া, কি ধরনের সুযোগ-সুবিধা আছে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ত্রিপুরার মানুষ ঘুরতে ভালোবাসে তাই ত্রিপুরায় এই মেলা করার উদ্যোগ বলে জানান সংস্থার পক্ষে পুলকেশ সান্যাল। প্রায় ১৮টি স্টল থাকবে বলে তিনি জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৯ই নভেম্বর ২০২২