Type Here to Get Search Results !

ফরিদপুর নগরকান্দায় বড় কাজুলীতে বিনামূল্যে চোখের ছানি রোগী বাছাই ও ছানি অপারেশনঃ বাংলাদেশ

মোঃ শাহ্ জালাল, ফরিদপু্‌র, বাংলাদেশঃ


নগরকান্দা উপজেলার বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ (ডিসেম্বর) রোজ শুক্রবার সার্বিক ব্যবস্থাপনায় আল মারকাজুল ইসলামী এ এম আই চক্ষু হসপিটালের অধীনে বিনামূল্য রোগী বাছাই ও ছানি অপারেশন করা হয়েছে।

এ সময় বড় কাজুলী গ্রামের উদ্যোক্তা মোঃ মাসুদ খন্দকার আরশি কথা সংবাদ মাধ্যম কে বলেন "আগের থেকেই দীর্ঘদিন ধরে আমার আশা আকাঙ্ক্ষা গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই, আমার প্রতিষ্ঠান চোখের ছানি পড়ার রোগীদের জন্য বিশেষ কিছু করছে, বিনামূল্যে রোগীদের থাকা খাওয়া আসা যাওয়া সহ সব খরচ আমি বহন করবো ও আমার প্রতিষ্ঠান বহন করবে । শুধু তারা যাবে এবং আসবে। আমি এলাকার সবার কাছে দোয়া চাই যেন আমি সবার পাশে থাকতে পারি।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৩১শে ডিসেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.