Type Here to Get Search Results !

।। বুধন ।। কবিতা ।। উজ্জ্বল চট্টোপাধ্যায়

।। বুধন ।।


আমি বুধন - বুধন মাণ্ডি গা 

গতর খাইটা মাঠে মাঠে ধান কাটি । 

মহাজনের দয়ায় দুটা ছেলা পুলা লিয়ে 

পোষের মেলাতে গান শুনি । 


মুদের জঙ্গলে যখন শীত লামে 

জারে কাঁপায় হাত পা গুলান । 

আঁধার লামা বুনো রাস্তা দিয়ে হাতির 

পাল আসে । মুদের তালপাতার ফুটা ঘর লাথায়ে ভাঙি দেয় । আগুন জ্বালায়ে বৌ আর ছেলা গুলান কে বাঁচায়ে রাখতে 

তুখণ বেস জ্বালা পোহাতে হয় । 


সম্বছর খাইটে গতর খাটা ধান গুলানকে হাতি গুলান খাইয়া লেয় । উরা খাইয়া লেক , উহাতে ক্ষতি লাই । কিন্তু উহারা যখন মাঠে দাপাদাপি কইরা সব ধান লস্ট করে তুখন রাগ আসে ।মারানগুরুর থানে মাথা ঠেকাই।মানাত করি। 

শুধাই মানাত কইরা কুনো লাভ হয়লাই 

বাবু । গুতো বারে ঘুটন মাণ্ডির যুয়ান পোলটাকে আছড়াইয়া পায়ে মারাইয়া দিলেক হাতিটা । বিস্বাস কর বাবু , উয়ার কুনো দূষ ছিলেক লাই । মইরা গেলো । 

মারাণগুরুর থানে মাদল বাজায়ে কুনো 

কিছুই হয়লাই । বেচারা ছেলাটা হারাই গেলা । 

ই বছরে মুদের ধান কাটতে আর ঝারতে 

বেশি সময় লগেক লাই । বড়া বড়া মিসিন গুলান মুদের অনেকটা কাজ কমাই দিছে ,  মুদের রোজকার অনেক কম হইছে।

 

পোলা গুলান কি খবেক , কিচুই বুঝিলাই । 

মুরা বনে থাকি । জইঙ্গলে কাট কাটি আর মাঠে মাঠে চাষ কইরি ।আর ঠাকুর থানে মানত করি । কিছু্ই হয় লা বাবু । 

মুদের ভুঁইয়ে মুরাই আজ হারি গেছি । 

বুধন মাণ্ডি -  ইখন বুড়া হইছে । চূখে লজর লাই । ফুটা ঘরে ভালাই আচি ।


- উজ্জ্বল চট্টোপাধ্যায় 

৩১ ডিসেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.