আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। বর্ষা ।। কবিতা ।। স্বাগতা ভট্টাচার্য, কানাডা

    আরশি কথা

    ।।  বর্ষা  ।। 
     

    গ্রীষ্মের  তপ্ত রোষানলে ধরনীর শুষ্ক রুক্ষ আভরণে,

    নিদাঘের সীমা শেষে বর্ষা রাণী বাজায় কিঙ্কিণী  রিম ঝিম বারি বরিষণে।

    কাজল কালো মেঘ মালা ভাসে উর্দ্ধ গগনে,

    স্বাচ্ছন্দ্যে পাগলপারা মৌসুমী বায়ু বহে তৃষিতের অঙ্গনে।

    ঘন ঘন বিদ্যুৎ চমকে জলদের গুরু গুরু গর্জনে,

    কখনও অবিশ্রান্ত কখনও ক্ষীণ বর্ষনে,

    সিক্ত কোমল পরশে নব কলেবরে সাজে ভুবন প্রকৃতি  প্রাঙ্গনে।

    সবুজের নব নব প্রাণ স্পন্দনে মনের হরষে,

    উচ্ছ্বাসিত ধরা হাসে সৃষ্টি সুখের উল্লাসে।

    সুজলা সুফলা শষ্য শ্যামলিমায়,

    আহ্লাদিত ধরণী বক্ষে বেলি যূঁই চামেলী হাসনোহানা  গন্ধরাজ অকাতরে গন্ধ বিলায়।

    মেঘ মন্ডিত আকাশ তলে,

    নয়নাভিরাম দৃশ্য হেরি  মিলন অভীপ্সায় ময়ূর নাচে পেখম মেলে।

    যৌবন মদে মত্তা নদী বহে অকুন্ঠিত সঞ্চালনে,

    উদাক্ত কন্ঠে ভাটিয়ালি সুরে গান গায় মাঝি পাল তোলে উজানে।

    বর্ষণ মুখর প্রকৃতির মনোহর রূপ হৃদয়ে জাগায় শিহরণ,

    প্রেমিক মনে জাগে ভালবাসার সুখানুভূতি নিরন্তর করে গুঞ্জরন।


    - স্বাগতা ভট্টাচার্য, কানাডা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১১ই ডিসেম্বর ২০২২


    3/related/default