মোমবাতি তোর আলোয় ভয়....
মোমবাতি তোর আলোয় বড্ড ভয়
তোর শিখায় আগুন জ্বলে
আগুন জ্বালায় পুড়ায়,সে তো পতঙ্গও জানে
তোর আলোয় আমার পতঙ্গ ভয়।
মোমবাতি মিছিলে তাই আঁতকে ওঠে প্রাণ
পিঁপড়েদের হাতে জ্বলন্ত মোমবাতি
বড় বেমানান।
পিঁপড়েদের শারিবদ্ধ লাইনে
যদি আগুন জ্বলে অন্তরে অন্তরে
যদি জেগে যায় ঘুমন্ত বিবেক
যদি পিঁপড়ের মুখে ফুটে যায় বোল
তবে যে সর্বনাশ অনিবার্য!
তাই বিধিবদ্ধ সতর্কীকরণে
মোমবাতি মিছিলে নিষেধাজ্ঞা আরোপিত হয়।
মোমবাতি তুই আজ আগুন নিস না বুকে
মোমবাতি তুই পিঁপড়েদের থেকে দূরে থাক,
মোমবাতি তুই মূক বধির হয়ে পড়
চোখ ঢেকে নে কালো কাপড়ে
যেন তুই কিছুই দেখতে পাস না।
তুই বোবা কালা অন্ধ হয়ে থাক।
= আশিসরঞ্জন নাথ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১১ই ডিসেম্বর ২০২২