Type Here to Get Search Results !

উত্তর ভারতে শীতের দাপট অব্যাহত

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


প্রবল শীতে কাঁপছে সমগ্র উত্তর ভারত। ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশ, বিহার-সহ বিভিন্ন রাজ্য। রাজধানী দিল্লিতেও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও এখন প্রবল শীত। উত্তর প্রদেশের কানপুরে শুক্রবার সকালে তাপমাত্রা পারদ নেমে ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সকালের দিকে কুয়াশাও ছিল কোথাও কোথাও।

শুধুমাত্র কানপুর নয়, উত্তর প্রদেশের বিভিন্ন রাজ্যে এখন জাঁকিয়ে ঠাণ্ডা। এদিন সকালে বিভিন্ন জেলায় ঠাণ্ডা থেকে রেহাই পেতে আগুন জ্বালাতে দেখা যায় মানুষজনকে। একই ছবি দেখা গিয়েছে হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থানেও। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।


আরশিকথা দেশ-বিদেশ


ছবি ও তথ্যসূত্রঃ সৌজন্যে ইন্টারনেট 

৯ই ডিসেম্বর ২০২২