আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বীর ক্ষুদিরাম ।। কবিতা ।। সুপর্ণা মজুমদার রায়, আগরতলা

    আরশি কথা

    বীর ক্ষুদিরাম 

    --------------------


    সেই যে এক দামাল ছেলে

    কামাল করেছিল,

    বছর আঠারোয় ফাঁসির মঞ্চে 

    অবাক করেছিল। 

    সেই তো এক দামাল ছেলে

    বয়সটা তখন নিতান্তই চৌদ্দ, 

    জীবনখানা বাজি রেখে 

    ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার যুদ্ধ। 

    তখন শরীর তাগড়া ছিল 

    রক্ত গরম একটা কিশোর, 

    চোখ বুজলেই স্বপ্ন দেখে 

    স্বাধীনতার নুতন ভোর। 

    হলেও বা শীর্ণদেহী

    নিজের কাছেই রাখতো বাজি,

    মনের মাঝে অদম্য সাহস 

    স্বভাবে ছিল সিংহ তেজী। 

    পরধীনতার চাপা কষ্ট 

    বুকের মধ্যে পাহাড় সমান, 

    মাতৃভূমির ধূলো মেখে 

    সঁপেছিল মনপ্রাণ। 

    বিলেতি শাসক মারতে গিয়ে 

    লক্ষ্য ভ্রষ্ট যেই না হলো,

    বিনিময়ে রাত ভোরেতে

    ফাঁসির মঞ্চে ঝুলেছিল। 

    রাজাকাররা দামাল ছেলের 

    নিথর দেহ ফিরিয়ে দিল,

    তেত্রিশ কোটির ভারত সেদিন 

    চোখের জলে বিদায় দিল।

    বিষাদ সুরে সবার মুখে 

    সেদিন ছিল একটাই নাম, 

    ফিরে এসো মোদের ছেলে 

    বীর পুত্র বীর ক্ষুদিরাম । 


    - সুপর্ণা মজুমদার রায়, আগরতলা 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১১ই ডিসেম্বর ২০২২

     

    3/related/default